‘তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ মানুষ কাজের সুযোগ পাবেন’

৭ নভেম্বর, ২০১৯ ০৮:০৫  
গত ১০ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী দুই বছরে এ খাতে আরো ১০ লাখ মানুষ কাজের সুযোগ পাবেন বলে জানান তিনি। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউসে এক্সেলারেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, উদ্যোক্তা তৈরি করার সুনির্দিষ্ট কোনো কারিকুলাম নেই। জাতিগতভাবে আমরা ঝুঁকি নিতে অভ্যস্ত। আমাদের কাজ হচ্ছে শুধু নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া। অ্যাপ বা ইন্টারনেটের মাধ্যমে স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ৫ কোটি মধ্যম আয়ের গ্রাহক শ্রেণি আছে। ইন্টারনেট ব্যবহারকারী আছে প্রায় ১০ কোটি। পণ্য ও সেবার বড় বাজার আমাদের রয়েছে। ফলে ক্রমেই বাড়ছে প্রযুক্তি কেন্দ্রীক ই-কর্মাস ব্যবসা। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠছে ২৮টি হাইটেক। বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হচ্ছে তরুণ উদ্যোক্তাদের। যার ইতিবাচক প্রভাব রয়েছে কর্মসংস্থান তৈরিতে। জিপি এক্সেলারেটর ষষ্ঠ ব্যাচের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফলি, ডেপুটি সিইও ইয়াসির আজমান, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সিডস্টারের সহপ্রতিষ্ঠাতা পিয়েরে অ্যালাইন প্রমুখ।